ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের রায় মেনে নেবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের রায় মেনে নেবে বিএনপি জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন মির্জা ফখরুল/ছবি: শাকিল

ঢাকা: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে সেই নির্বাচনে জনগণ যে রায় দিবে তা বিএনপি মেনে নিবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জিয়ার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতার ৪৭ বছর পরেও তা অর্জিত হয়নি।

গণতন্ত্র আজ নির্বাসিত। জনগণের অধিকার হরণ করা হয়েছে।

সরকার অন্যায়, অবৈধভাবে শাসন করছে জানিয়ে তিনি বলেন, সম্পূর্ণ অনৈতিকভাবে সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করার সবকিছু পাকাপোক্ত করছে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বিএনপি চেয়ারপারসন যাতে সময়মত জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যেতে না পারে সেজন্য পথে পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।