ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

স্বপদে ফিরলেন নাটোর জেলা বিএনপি নেতা বাচ্চু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
স্বপদে ফিরলেন নাটোর জেলা বিএনপি নেতা বাচ্চু

নাটোর: নাটোর জেলা বিএনপিতে স্বপদে ফিরলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু। 

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে দলীয় এক সভায় তার বিরুদ্ধে বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয় জেলা বিএনপি।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাত ৯টার দিকে বাংলানিউজকে এতথ্য জানান।

তিনি জানান, দলের এক সিদ্ধান্তে শহিদুল ইসলাম বাচ্চুকে পুনরায় দলের সহ-সভাপতি পদে বহাল করা হয়েছে। মৌখিকভাবে জানানো হলেও সাংগঠনিকভাবে তাকে চিঠি দেওয়ার হবে।

এ ব্যাপারে শহিদুল ইসলাম বাচ্চু বাংলানিউজকে বলেন, দুপুরে তাকে স্ব-পদে বহালের কথা জানানো হয়েছে। একই সঙ্গে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। তবে কোনো লিখিত পত্র এখনো পাওয়া যায়নি।

দলের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার সহোযোগিতা ও দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা।

এর আগে ২০১১ সালে জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলামকে লিখিত এক চিঠিতে দল থেকে বহিস্কার করেছিল জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।