ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘খালেদাকে ছাড়া কোনো নির্বাচন হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
‘খালেদাকে ছাড়া কোনো নির্বাচন হবে না’ অনুষ্ঠান মঞ্চে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অতিথিরা। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, (বিএনপি চেয়ারপারসন) খালেদা জিয়াকে নিয়েই নির্বাচন করতে সরকার বাধ্য হবে। তাকে ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। 

সোমবার (১ জানুয়ারি) ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আয়োজিত ‘ছাত্র-গণজমায়েতে’ তিনি এ কথা বলেন।

আলাল বলেন, খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্রমূলক কোনোভাবে (বিচারাধীন মামলায়) সাজা দিলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি সাহেব উদ্দিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী।

এদিকে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে নোয়াখালী প্রেসক্লাব চত্বরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

তিনি বলেন, (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নিবার্চন সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না।  

সরকার বেপরোয়া হয়ে লুটপাট ও দুর্নীতি করছে অভিযোগ করে শাহজাহান বলেন, মন্ত্রীরা নিজেরাই বলছেন সরকারের ভেতরে চোর আর ঘুষখোর ঢুকে গেছে। জনগণ এর প্রতিকার চায়। তাই আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন।

জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, থানা বিএপির সভাপতি সলিম উল্যা বাহার হিরণ, শহর বিএনপির সভাপতি আবু নাছের, থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সাধারণ সম্পাদক বাবু কামাক্ষা চন্দ্র দাস, জেলা কৃষক দলের আহ্বায়ক রবিউল হাসান পলাশ, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুদ্দুহা মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।