শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের পাঁচদিনের রিমান্ড আবেদন করে ঢাকা জেলার চিফ জুডিশিয়াল মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। এদের মধ্যে ১০ জনকে সাভার মডেল থানা পুলিশ এবং বাকী ৬ জনকে আশুলিয়া থানা পুলিশ গ্রেফতার করে।
এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই বিস্ফোরক ও নাশকতার মামলার পলাতক আসামি। দীর্ঘ দিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় অবস্থান করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) সাওগাতুল আলম।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এএটি