বৃহ্স্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তাকে পল্টন থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে শাহবাগ থানার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল করিম।
শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারি।
এরআগে গত ৩০ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার জন্য দিন ধার্য ছিলো। ওই দিন হাইকোর্টের সামনে লাঠিসোঠা নিয়ে মিছিল করতে থাকে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে রাস্তা বন্ধ করে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
এঘটনার মূল পরিকল্পনাকারী, মদদদাতা, উস্কানিদাতা ও হুকুমদাতাদের নাম-ঠিকানা জানার জন্য শিমুল বিশ্বাসকে রিমান্ডে নেওয়া প্রয়োজন মর্মে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এমআই/ওএইচ/