ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিএনপি

রোববার আদালতে হাজির করা হচ্ছে না খালেদাকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
রোববার আদালতে হাজির করা হচ্ছে না খালেদাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি প্রধান খালেদা জিয়া

কারাফটক থেকে: বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালত ২-এ হাজির করার কথা থাকলেও তা হচ্ছে না। 

ওই আদালতে বিডিআর বিদ্রোহের একটি বিস্ফোরক মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে বিধায় পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি সত্ত্বেও বিএনপি প্রধানকে আদালতে হাজির করা হবে না। তবে খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেবেন তার আইনজীবী এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি খালেদার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে পিডব্লিউ পাঠানো হয়েছে জেনে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কারাগেটে আসেন সানাউল্লাহ মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, ‘জানতে পারলাম বড় পুকুরিয়া কয়লাখনি মামলায় পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) হয়েছে। সত্যিই পিডব্লিউ জেলখানায় এসেছে কি-না বিষয়টি জানার জন্য এসেছি। ’

এরপর তিনি কারা উপ-মহাপরিদর্শকের (ডিআইজি প্রিজন) কার্যালয়ের দিকে যান। পরে বাংলানিউজ যোগাযোগ করলে সানাউল্লাহ মিয়া বলেন, ‘বকশীবাজারের আদালতে বিডিআর বিদ্রোহের মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে বিধায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে না। ’

আদালতের একটি সূত্রও বলেছে, খালেদা জিয়া যেহেতু কারাগারে আছেন, সেজন্য আদালত পিডব্লিউ পাঠিয়েছেন কারাগারে। তবে রোববার ওই আদালতে আরেকটি মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে বিধায় বিএনপি প্রধানকে হাজির করা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।