শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা শামীম।
তবে শামীমকে আটকের কথা অস্বীকার করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
হাসিনা শামীম বাংলানিউজকে বলেন, বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে কুষ্টিয়া মডেল থানার ওসিসহ পুলিশ তাকে আটক করেছে বলে নিজের মোবাইল থেকে কল করে তাকে জানান শামীম আরজু। এরপর থেকে শামীমের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে অংশ নিতেই কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে যাচ্ছিলেন আরজু। সেখানে যাওয়ার পথে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এনটি