ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহ বিএনপির সম্পাদককে কারাগারে পাঠানোর নির্দেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ময়মনসিংহ বিএনপির সম্পাদককে কারাগারে পাঠানোর নির্দেশ  গ্রেফতার বিএনপি নেতারা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতের বিচারক মাসুদুল হক এ নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়াহাব আকন্দসহ ৯ আসামিকে শ্যোন অ্যারেস্ট করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করেন। একই সঙ্গে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না।  

গত ৯ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়াহাব আকন্দসহ বিএনপির ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।