বুধবার (৭ মার্চ) রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রফিক দেওয়ান সুমন, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন হোসেন, হাফিজুর রহমান হাফিজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, দক্ষিণগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আজিজ হোসেন, দাউদকান্দি থানা ছাত্রদলের সহ-সম্পাদক রকিবুল ইসলাম, গৌরিপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার রিমন আহমেদ, দাউদকান্দি থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও সহ-সভাপতি রুমন খন্দকার।
আসামিদের মধ্যে শফিউল বারী বাবুকে ১০ দিন, অপর ১১ আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে।
বিচারক শফিউল বারী বাবুর ৭ দিন ও অপর ১১ আসামির প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ মার্চ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে বিনা উসকানিতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এএ