শুক্রবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কাজই হচ্ছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করা, একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করা।
গণতন্ত্র ও মানবাধিকার এড়িয়ে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে নির্বাচন করলেই গণতন্ত্র ফিরে আসবে না মন্তব্য করে ফখরুল বলেন, এমন নির্বাচনের প্রতি জনগণের সমর্থনও থাকবে না। তাই জনগণের এই নির্বাচনের প্রতি খুব একটা আগ্রহ নেই। বিএনপিও এতে অংশ নিবে কি-না তা ভেবে দেখবে। কারণ দেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য রোখসানা খানম মিতু, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো. জামিলুর রশিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম শান্ত, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আক্তার হোসেন জগলু প্রমুখ।
২০১১ সালে ১৭ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোন্দকার দেলোয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
জিপি