সোমবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে শহরের জেলা পরিষদের মার্কেটের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্য দুইজন হলেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সেন্টু (৩৮), শহর বিএনপির সহ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন (৫৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিয়াউল হক বাংলানিউজকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের জেলা পরিষদের মার্কেটের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।
খোকনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সদর থানায় নয়টি মামলা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ