মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে এম এ মান্নানের বাসায় যান হাসান উদ্দিন সরকার।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, দুপুরে অধ্যাপক মান্নানের বারিধারার বাসায় যান হাসান উদ্দিন সরকার।
শায়রুল বলেন, দুই নেতার দীর্ঘ সময় কুশল বিনিময় ও আগামী নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা করেন। এ সময় গাজীপুর ও টঙ্গী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (০৯ এপ্রিল) রাতে জিসিসির নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থী এম মনজুরুল করীম রনি টেলিফোনে হাসান উদ্দিন সরকারকে অভিনন্দন জানান।
জিসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন চেয়ে দলীয় ১০ প্রার্থী সাক্ষাতকার দেন। এর মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়া হয়। সোমবার রাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমএইচ/এসআরএস