ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের পরে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা মামলায় দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ এপ্রিল) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ তাকে এ জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন।
তিনি বাংলানিউজকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগ এনে এ মামলা দায়ের করে পুলিশ। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
ওই মামলায় হাইকোর্টে হাজির হয়ে এ্যানী আগাম জামিন আবেদন করেন। আদালত এ আবেদনের প্রেক্ষিতে আট সপ্তাহের জামিন দেন বলেও জানান জহিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
ইএস/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।