ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিএনপি

সিলেটে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৫, এপ্রিল ২৭, ২০১৮
সিলেটে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার গ্রেফতার মাহবুবুল হক চৌধুরী

সিলেট: সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, সবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৭ এপ্রিল) ভোরে উপ-শহর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

সিলেট মহানগর পুলিশের শহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাহবুবুল হকের বিরুদ্ধে ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নগরের উপশহর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।