ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, এপ্রিল ২৮, ২০১৮
নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ-সমাবেশ জেলা যুবদলের বিক্ষোভ। ছবি- বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন এর নেতৃত্ব দেন।

এর আগে, বিক্ষোভ সমাবেশ শুরুর প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে এ বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করে যুবদলের নেতাকর্মীরা।  

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনকে অন্যায়ভাবে কারাগারে বন্দি রেখে সরকার প্রমাণ করতে চায় দেশে কোনো আইনের শাসন নেই। অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন থানা যুবদলের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।