সোমবার (৩০ এপ্রিল) রাজধানীর দুই থানার পৃথক মামলায় তাদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রমনা থানার দুই মামলায় ও শাহবাগ থানার এক মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করে রিমান্ড চায় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব শুনানি শেষে পৃথক তিন মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড পাওয়া আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, আমিনুর রহমান ওরফে নয়ন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, কে এম জোবায়ের এজাজ, লতিফ উল্লাহ জাফর, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ওরফে পল্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শেখ মোহাম্মদ আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু, ছাত্রদলের সদস্য আল মামুন, দ্বীন ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এমআই/এমএ