ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লেবার পা‌র্টির উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, মে ৭, ২০১৮
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লেবার পা‌র্টির উদ্বেগ

ঢাকা: ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছে জোটের অন্যতম শ‌রিক বাংলাদেশ লেবার পার্টি।

সোমবার (৭ মে) সকালে এক যুক্ত বিবৃতিতে ‌লেবার পা‌র্টির নেতারা বলেন, কারা কর্তৃপক্ষের সুপারিশের পরও খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের উদাসীনতা দেখে আমরা মর্মাহত। সরকারের এ স্বেচ্ছাচারী অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



নেতারা বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসনই নন, তিনি তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। তিনি কারাগারে নানা জটিল রোগে আক্রান্ত। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাস‌চিব প্রকৌশলী ফ‌রিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান লোকমান হা‌কিম, মো. ফারুক রহমান, মো. মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আ‌মিনুল ইসলাম রাজু, মাহবুবুর রহমান খা‌লেদ, মো. জ‌হুরুল হক চৌধুরী জ‌হির, মো. আ‌মিনুল ইসলাম, এসএম ইউসুফ আলী।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।