ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বুলবুলের গণসংযোগে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
বুলবুলের গণসংযোগে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা রাজশাহীতে বিএনপির গণসংযোগে ককটেল বিস্ফোরণ, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় অাটজনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেছেন।

বুধবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। বর্তমানে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর সাগরপাড়া বটতলার মোড় এলাকায় বিএনপির গণসংযোগস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধূরী আদিত্যসহ পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।