ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিএনপি

১ সেপ্টেম্বর জনসভার অনুমতি পেলো বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
১ সেপ্টেম্বর জনসভার অনুমতি পেলো বিএনপি

ঢাকা: আগামী ১ সেপ্টেম্বর (শনিবার) দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হবে।

এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়।

১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেন।  

দুইদিনের কর্মসূচির মধ্যে আছে- ১ সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বেলা ৩টায় ঢাকায় জনসভা।  

পরদিন ২ সেপ্টেম্বরে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।