ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিএনপি

না’গঞ্জে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
না’গঞ্জে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা, আটক ৪ বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চাষাঢ়ায় প্রেসক্লাব গলিতে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীরা হলেন- হাসান, আফজাল, হাবিবুর রহমান ও মনিরুল ইসলাম।

সকালে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নেতাকর্মীরা মানববন্ধনের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেন। এসময় সাখাওয়াত হোসেন নেতাকর্মী নিয়ে সেখানে অবস্থান নেন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম সম্পাদক সালাহউদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত হলে পুলিশ তাদেরও বাধা দেয়।

এরপরে বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল কিছু নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিতে এলে পুলিশ তাদেরও বাধা দেয়। এসময় বিএনপি নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া করে চার কর্মীকে করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সড়কে এসে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে চারজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।