শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের সরুই কবরস্থান রোড এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ সমাবেশ শেষে বের হলে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাসাবাটি এলাকার আব্দুর রব ভূঁইয়ার ছেলে বাগেরহাট পৌর শ্রমিক দলের সভাপতি আবুল কাসেম সেলিম ভূঁইয়া (৪৭), একই এলাকার আব্দুল হাতেম সরদারের ছেলে বিএনপি নেতা মো. সরদার জসিম উদ্দিন (৩০), সদর উপজেলার চাপাতলা গ্রামের আজহার হাওলাদারের ছেলে সাবেক ইউপি সদস্য যুব দল নেতা ফরিদ হাওলাদার ওরফে ফরিদ মেম্বার (৪৮), মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের আমজাদ হাওলাদেরের ছেলে ছাত্রদল নেতা মো. সোহাগ হাওলাদার, একই উপজেলার বেতকাশী গ্রামের আবুল বাশারের ছেলে আতিকুর রহমান (২৩), সারুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মনি (২২), দক্ষিণ সুতালরি গ্রামের ইসলাম হাওলাদারের ছেলে ছাত্রদলকর্মী মো. মহিউদ্দিন হাওলাদার এবং বাকপুরা গ্রামের দিদার শেখের ছেলে বাপ্পি শেখ (২৭)।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের আট জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮ ২০১৮
জিপি