ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পুলিশ অ্যাসল্ট মামলায় বিএনপি নেতা শ্যামল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
পুলিশ অ্যাসল্ট মামলায় বিএনপি নেতা শ্যামল কারাগারে বিএনপি নেতা শ্যামল কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ অ্যাসল্ট মামলায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম খান রুমা বাংলানিউজকে জানান, ২০১৫ সালের পুলিশ ওপর হামলার মামলায় শ্যামল অস্থায়ী জামিনে ছিলেন।

রোববার তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।