ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিএনপি

‘নির্বাচনকে সামনে রেখে ছক তৈরি করছে সরকার’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
‘নির্বাচনকে সামনে রেখে ছক তৈরি করছে সরকার’  সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ও অন্য নেতারা

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগাম ছক তৈরি করছে সরকার। ভয় পায় বলেই বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ ৫৫ জন শীর্ষ নেতার নামে হাস্যকর অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। 

মঙ্গলবার (০২ অক্টোবর) বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বিএনপির জনসভায় লোক সমাগম দেখে সরকার আরো বেশি ক্ষিপ্ত হয়েছে।

একতরফা নীলনকশার নির্বাচন করতেই আগাম ফরম্যাট তৈরি করে মামলা দেওয়া হচ্ছে। পুলিশ সেই মামলা সময়মতো কাজে লাগায়’।  
 
‘অবৈধ সরকারের কর্মকাণ্ডে বাকশাল স্পষ্টভাবে ফুটে উঠেছে। তারা কোনোভাবেই বিরোধী দলের অস্তিত্ব মানতে পারছে না’, বলেও অভিযোগ করেন রিজভী।  

তিনি বলেন, ‘হাজার হাজার কোটি টাকার লুটপাট ও দুর্নীতির কোনো মামলা হয় না। আওয়ামী লীগ লুটেরাদের দল। তাদের কর্মকাণ্ডে ফ্যাসিবাদ চরিত্র ফুটে উঠছে’।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইজুল ইসলাম টিপু প্রমখ।  

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।