ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিএনপি

‘ভোটারবিহীন সরকার ধরাকে সরা জ্ঞান করছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
‘ভোটারবিহীন সরকার ধরাকে সরা জ্ঞান করছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিরোধী দলীয় নেতাকর্মীদের পর্যুদস্ত করতে আওয়ামী লীগ নিজ দলীয় নেতাকর্মীদের দিয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার দম্ভে এখন ধরাকে সরা জ্ঞান করছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়েও বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাট শুরু করেছে।

রোববার (০৭ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, শনিবার দিবাগত রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আশরাফ মামুনের বাসায় পুলিশি তল্লাশি, তার ব্যবহৃত ল্যাপটপ, শিক্ষাগত সার্টিফিকেটসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়া সেটিরই বহিঃপ্রকাশ।  

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আল আশরাফ মামুনের ব্যবহৃত ল্যাপটপ, শিক্ষাগত সার্টিফিকেটসহ অন্যান্য জিনিসপত্র ফেরত দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।