ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ-সমাবেশ জয়পুরহাটে বিক্ষোভ-সমাবেশ

জয়পুরহাট: বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে প্রত্যাখান করে জয়পুরহাটে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি। 

বুধবার (১০ অক্টোবর) রায় পরবর্তী সময়ে জেলা বিএনপির কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মণ্ডল।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, ফজলুর রহমান, সামছুল হক, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান ও সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান।  

সমাবেশ শেষে পুলিশি বাধার মুখেই নেতাকর্মীরা স্টেশন রোডে একটি বিক্ষোভ মিছিল করে।

বক্তারা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে সাজানো বিচার মানি না, মানবো না।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।