ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে ছাত্রদলের নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ময়মনসিংহে ছাত্রদলের নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর ছাত্রদল সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরো ১৮ থেকে ২০ জন নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাশকতামূলক কর্মকাণ্ড কাজ করার অপরাধে বুধবার (১০ অক্টোবর) দিনগত রাতে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

একই থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ বিশ্বাসকে মামলাটির তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বুধবার মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে শহরের বাউন্ডারী রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্রদল। এই ঘটনার জের ধরেই এই মামলা দায়ের হয়।

বাংলাদেশ সময় ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।