ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিএনপি

নাটোরে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
নাটোরে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোর: গ্রেনেড হামলা মামলার রায় বাতিল ও খালেদা জিয়ার সুচিকিৎসাসহ মুক্তির দাবিতে নাটোরে মিছিলের প্রস্তুতিকালে জেলা ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাফরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা ছাত্রদলের নেতা জুবায়ের হোসেন, আফ্রিদি খান, মুরাদ, সুজন ও কামাল।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের হাফরাস্তা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে সাদা পোশাকের একদল পুলিশ পাঁচজনকে আটক করে।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈকত হাসান বাংলানিউজকে জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এদিকে, নাটোরে ছাত্রদলের নেতাকর্মীদের আটকের প্রতিবাদে দুপুরে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।  

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রনি, ছাত্রদল নেতা জাহিদ হোসেন বিপুল, শাহীন খান, কানন খান, আব্দুল্লাহ আল মামুন লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।