ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জে বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
নারায়ণগঞ্জে বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির ২৪ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। 

বুধবার (৩১ অক্টোবর) মামলাটি দায়ের করেন সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।  

মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, বিএনপি নেতা নাজমুল হাসান, ইয়াছিন, রফিকুল ইসলামকে।

তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলা অন্য আসামিরা হলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ার প্রধান, অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী, সাবেক কান্সিলর হাসান আহমেদ, মোয়াজ্জেম হোসেন মন্টিসহ অজ্ঞাত ৮জন।

মামলায় অভিযোগ আনা হয়েছে, মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের অর্থায়নে বিএনপির নেতাকর্মীরা চাষাঢ়ায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।

সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন মণ্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।