ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিএনপি

বিএনপি মাথা কাটা দলে পরিণত হয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বিএনপি মাথা কাটা দলে পরিণত হয়েছে বক্তব্য রাখছেন আলাউদ্দিন চৌধুরী নাসিম। ছবি: বাংলানিউজ

ফেনী: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম বলেছেন,  বিএনপিতে খালেদা জিয়ার মাথা কেটে ড. কামালের মাথা লাগানো হয়েছে। সে কারণে বিএনপি এখন মাথা কাটা দলে পরিণত হয়েছে।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে ছাগলনাইয়া জমদ্দার বাজারে উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ড. কামাল যেখানে নিজেরই ভার বইতে পারছেন না সেখানে তিনি এবং ঐক্যফ্রন্টের ভার কিভাবে বইবেন।

কাওমী আলেমদের প্রসঙ্গে নাসিম বলেন, বাংলাদেশের আকাশে এক বড় ঘটনা ঘটে গেছে। দেশের হাজার হাজার আলেম আওয়ামী লীগের ওপর সন্তোষ অর্জন করেছে। এতোদিন বলা হতো আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে কাজ করে। আলেমদের এ সমর্থন প্রমাণ করে ইসলামের বিরুদ্ধে নয় বরং ইসলামের পক্ষে সবচেয়ে বেশি কাজ করেছে আওয়ামী লীগ সরকার।

ফেনীর বিদ্যুৎ খাতের উন্নয়নের প্রসঙ্গে তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই এ জেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। জেলার সোনাগাজীতে তৈরী হচ্ছে দেশের সবচেয়ে বড় ইকোনোমিক জোন। সর্বোপরি ফেনীসহ সারাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার।  

জনসভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন মজুমদার বুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মীর আবদুল হান্নান, জেলা আওয়ামী লীগ সদস্য ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, ছাগলনাইয়া উপজেলার বিআরডিবি চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া পৌর মেয়র মো. মোস্তফা।  

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি করিম উল্যাহ বিকম, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন সাজেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮ 
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।