ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিএনপি

মাটিরাঙ্গায় বিস্ফোরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, নভেম্বর ৯, ২০১৮
মাটিরাঙ্গায় বিস্ফোরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. নুরুল আলম রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গারতার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, ঘটানর সঙ্গে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত ১ নভেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একাধিক পেট্রোল ও দু'টি ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দুইকর্মী আহত হয়। সেদিন রাতেই বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপির ১১ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনকে আসামি করে মামলা করেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।