ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিএনপি

বিএনপির মনোনয়ন ফরম নিলেন রুমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, নভেম্বর ১৪, ২০১৮
বিএনপির মনোনয়ন ফরম নিলেন রুমা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন আরিফা সুলতানা রুমা | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও তরুণ নারী নেত্রী আরিফা সুলতানা রুমা।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন সংগ্রহ শেষে নারী নেত্রী আরিফা সুলতানা রুমা বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে ছাত্র রাজনীতি করি।

আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। দল মনোনয়ন দিলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।  

নির্বাচন নিরপেক্ষ হলে খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে মনে করেন এই নারী নেত্রী।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।