বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ২০ দল সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ২০ দলের শরিকেরা জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে আসনের চাহিদা চেয়ে তালিকা জমা দিয়েছেন।
তবে এর মধ্যে তারা কতটা আসন পাবে সেটা এখনও নিশ্চিত নয়। একটি সূত্র বলছে, সব মিলিয়ে ৫০টির মতো আসন পেতে পারেন জোট শরিকেরা।
তথ্য অনুযায়ী, নিবন্ধন হারালেও বিএনপির কাছে ৫০টি আসন চেয়েছে জামায়াত ইসলামী। তবে দলটি সর্বোচ্চ ৩০টির মতো আসন পেতে পারে বলে জানা গেছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা ৩০টি আসন চেয়ে তালিকা দিয়েছি।
তবে মাত্র দুটি আসন চেয়েছে বাংলাদেশ লেবার পার্টি। পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলানিউজকে বলেন, জোটের কাছে দু’টি আসন দাবি করেছি।
এরমধ্যে ইরান নিজে নির্বাচন করতে চান পিরোজপুর-২ আসন থেকে। তার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমানের জন্য বরগুনা-২ আসন চেয়েছেন তিনি।
এদিকে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহীমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টি জোটের কাছে ১২টি আসন চেয়েছে। পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান বলেন, আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।
২০ দলের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার জানান, তারা জোটের কাছে ২১টি আসন চেয়েছেন।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা জোটের কাছে তিনটি আসন চেয়েছি।
এর মধ্যে তিনি নিজে নড়াইল-২ আসনে নির্বাচন করতে চান। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা।
ইসলামভিত্তিক দল জমিয়তে উলামায়ের (একাংশ) মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরামও জোটের কাছে ৫টি আসন চেয়েছেন।
এদিকে জোটের কাছে একটি আসন চেয়েছে ডেমোক্রেটিক লীগ। দলের মহাসচিব সাইফুদ্দিন মনি বলেন, আমি ময়মনসিংহ-৮ আসনে নির্বাচন করতে চাই।
নির্বাচনে জোটের কাছে ছয়টি আসন চেয়েছে প্রয়াত শফিউল আলম প্রধানের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দলটির বর্তমান সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জানান, সে অনুসারে প্রস্তুতি নিচ্ছেন তারা।
জোটে নতুন যোগ দেওয়া বাংলাদেশ জাতীয় দল একটি (কিশোরগঞ্জ-৫) আসন চেয়েছে। মুসলিম লীগ (কামরুজ্জামান) চেয়েছে ৫টি আসন।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, তাদের দল জোটের কাছে ২টি আসন দাবি করেছে। এরমধ্যে একটি ভোলা-১ ও অন্যটি ঢাকা-৫।
এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ৫টি, সাম্যবাদী দল ৫টি, ইসলামিক পার্টি ২টি, ন্যাপ (ভাসানী) ৫টি, জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্কাস) ৬টি, পিপলস লীগ (অ্যাডভোকেট গরীব নেওয়াজ) ৪টি।
এদিকে বাংলাদেশ ন্যাপ ভেঙে একটি অংশ যুক্তফ্রন্টে চলে যাওয়ায় যে একাংশ রয়ে গেছে তারা বিএনপি নেতৃত্বাধীন জোটের কাছে একটি আসন চেয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এমএইচ/এমএ