ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিএনপি

নির্বাচন সুষ্ঠু হলে বিজয় নিশ্চিত: ফখরুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, নভেম্বর ২৫, ২০১৮
নির্বাচন সুষ্ঠু হলে বিজয় নিশ্চিত: ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ফটো)

ঢাকা: বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যদি কোনো বিঘ্ন না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের রাজধানীর মতিঝিলের চেম্বারে রোববার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

বৈঠকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ মনোনয়ন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।