ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিএনপি

পার্বতীপুরে বিএনপি নেতা গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৮, ডিসেম্বর ৯, ২০১৮
পার্বতীপুরে বিএনপি নেতা গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিএনপির নেতা ও ৩নং রামপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহাদত হোসেন শাদোকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় শহরের নতুন বাজারের প্রধান সড়ক থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শাহাদত হোসেন শাদো পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, শাহাদত হোসেন শাদোর বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পরপরই শাহাদত হোসেনকে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।