বাংলানিউজের অনুসন্ধানে এবারের নির্বাচনে ছাত্রদলের বর্তমান কমিটির মাত্র একজন দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য।
ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান দলীয় মনোনয়ন চেয়ে পাননি। রাজিব বরিশাল-৪ ও আকরাম নরসিংদী-৩ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। বর্তমান কমিটির আরও বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন (নোয়াখালী-১), সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক (খুলনা-৬), সহ-সভাপতি এজমল হোসেন পাইলট (নেত্রকোনা-১), সহ-সভাপতি ফেরদৌস মুন্না (চট্টগ্রাম-৪), সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক (ঝিনাইদহ-৩), মনিরুল ইসলাম মনির পটুয়াখালী-২, শেখ আহমেদ সাইমুম (গাজীপুর-৫), সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার (ঢাকা-৭), যুগ্ম-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা (নরসিংদী-৪) ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর বেগম সাগরের (নোয়াখালী-৪) নাম জানা গেছে।
এদিকে ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে এবার যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন-ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন (নরসিংদী-১), ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম (ভোলা-৪), ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষীপুর-২), ফজলুল হক মিলন (গাজীপুর-৫), আজিজুল বারী হেলাল (খুলনা-৪), এবিএম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪), রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩), মিয়া নূর উদ্দিন অপু (শরীয়তপুর-৩), সাইফুল আলম নীরব (ঢাকা-১২), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-২), সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫), আবুল খায়ের ভূঁইয়া (লক্ষীপুর-৩), হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আনিসুর রহমান তালুকদার খোকন (মাদারীপুর-৩), রুহুল আমীন দুলাল (পিরোজপুর-৩)। এছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে মনোনয়ন চেয়ে যারা পাননি তাদের মধ্যে আছেন-সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু (চুয়াডাঙ্গা-১, বিএনপির ভাইস চেয়ারম্যান), সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন (ঢাকা-১৩), সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল (ঢাকা-৯), সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল (নরসিংদী-৪), সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু (লক্ষীপুর-৪), সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব (ঢাকা-৯), সাবেক সহ-সভাপতি হায়দার আলী লেলিন (ভোলা-১), সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল (ফরিদপুর-২), সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল (ঝিনাইদহ-৩), শেখ শামীম (ব্রাহ্মণবাড়ীয়া-১), মীর সরফত আলী সপু (মুন্সিগঞ্জ-১), হাসান মামুন (পটুয়াখালী-৩) ও তাইফুল ইসলাম টিপু (নাটোর-১)।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
এমএইচ/আরআর