মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাত ১০টায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহান মাইজদীতে তার বাসভবনে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন।
মঙ্গলবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এ বিষয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে যুবলীগ নেতা হানিফ হত্যার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে, এ দায় বিএনপির নয়। এ দায় নিতে হবে প্রশাসন ও ক্ষমতাসীন দলকে। তাছাড়া আজ বিকেলে আমাদের কোনো মিছিল বা সমাবেশ নুর পাটোয়ারির হাটে ছিল না। ’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিকেলে এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামে সদর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম রিজভীর বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকের কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা ওই বাড়ির চারপাশ ঘিরে রাখে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এক পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগসহ গুলি বর্ষণ করলে যুবলীগ নেতা হানিফ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ’
তিনি এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করেন। পাশাপাশি এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রশাসন ও ক্ষমতাসীনদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এইচএ/
** নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা