শুক্রবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত কর্মী সভায় দলের ফখরুল এ কথা বলেন। বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক একেএম মাহবুবর রহমানের এই কর্মী সভায় সভাপতিত্ব করেন।
ফখরুল বলেন, খালেদা জিয়াকে আদালত জামিন দিলেও এই সরকার ষড়যন্ত্র করে মুক্তি দিচ্ছে না। খালেদা জিয়া বাঁশি বাজালে নমরুদ-ফেরাউনের তখত-তাউস উড়ে যাবে।
‘সরকার বুঝে গেছে নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না। তাই তারা হামলা-মামলার পথ বেছে নিয়েছে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মতো স্থানেও ঐক্যফ্রন্ট নেতাদের ওপর হামলা করা হয়েছে। সরকার নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। ’
ধানের শীষের প্রার্থীকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে উল্লেখ করে ফখরুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা জেগে উঠুন। বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের কথা বলবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। নির্বাচনে জয়লাভ করার কোনো বিকল্প নেই।
বিএনপি মহাসচিব বলেন, শুধু ভোট দিলে হবে না। প্রত্যেক কর্মীকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। ভোটে জয়লাভের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।
বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আমাদের বলেছিলেন বিনা কারণে বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হবে না। কিন্তু প্রধানমন্ত্রী তার কথা রাখেননি। পুলিশ এখনো দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে।
সভায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে ফখরুল বগুড়া-৬ (সদর) নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। সঙ্গে থাকবেন নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমবিএইচ/এইচএ/
** ‘আত্মরক্ষার্থে নেতাকর্মীদের প্রতিরোধ গড়তে হবে’