ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কেরানীগঞ্জে প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি প্রার্থীর

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
কেরানীগঞ্জে প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি প্রার্থীর

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইরফান ইবনে আমান তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নে নির্বাচনী প্রচারাভিযানে নেমে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান ক্ষেত্র) বলে কিছু নেই।

আমরা প্রচারণা চালাতে পারছি না। পদে পদে আমাদের বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। অনেক জায়গায় আমার পোস্টার লাগাতে দিচ্ছে না। গত রাতে রাসেল ও হিরা নামে আমার দুই কর্মীকে পোস্টারসহ আটক করে নিয়ে গেছে। এখনো তাদের কোনো হদিস পাইনি। ’

এভাবে একপেশে নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশনারের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।