ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ফেনী বিএনপি প্রার্থীর মাইক ভেঙে কর্মীদের মারধরের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ফেনী বিএনপি প্রার্থীর মাইক ভেঙে কর্মীদের মারধরের অভিযোগ মাইক ভাঙচুর, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী-২ আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ভিপির প্রচার মাইক ভাঙচুর ও প্রচারণায় নিয়োজিত কর্মীদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের শান্তিরোড এলাকায় পৌর ছাত্রলীগ সভাপতি রাজুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক মাইক ভাঙচুর ও কর্মীদের মারধর করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত। মারধরে আহত একজন, ছবি: বাংলানিউজতিনি বলেন, এ হামলায় ছাত্রদল নেতা সম্রাটসহ দুইজন আহত হয়েছেন।

পরে ঘটনাটি আমি ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে অবহিত করি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যান।

ওসি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু কোনো হামলাকারী সেখানে ছিল না।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।