ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘অচেনা লোকজনের’ নজরদারিতে মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
‘অচেনা লোকজনের’ নজরদারিতে মির্জা আব্বাস সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও তার সহধর্মিনী ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী কার্যক্রম অচেনা কিছু লোক নজরদারি করছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস নিজেই।

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আফরোজা আব্বাস ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা যখনই প্রচারণায় বের হই তখনই বাড়ির চারিদিকে অসংখ্য অপরিচিতমুখ দেখতে পাই। তাদের আচরণ, চাহনি সবকিছুই আমাদের কাছে সন্দেহজনক মনে হয়।

তিনি বলেন, আগে আমাদের নেতা-কর্মীদের রাতের বেলায় বাসায় প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময় আটক করা হতো। এখন দিনের বেলায় নেতা-কর্মীরা বাসায় প্রবেশ বা বের হওয়ার সময় তাদের আটক করা হচ্ছে। আটক করে তাদের কোথায় নিচ্ছে আমরা জানি না।
 
অভিযোগ করে মির্জা আব্বাস আরও বলেন, বাড়ির চার পাশে সন্দেহজনক লোকদের পাহারা এতো বেশি যে, অরাজনৈতিক ব্যক্তি কিংবা সাংবাদিকরা বাসায় প্রবেশ করলেও তাদের ওপর নজর রাখা হয়। এই সরকারের সময়ে অতীতেও এই বাড়িতে অনেকবার নৃশংস হামলা চালানো হয়েছে। আমি ও আমার আত্মীয়-স্বজন এবং নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে আছি। যেকোনো মুহূর্তে এই বাড়িটি বড় কোনো হামলার শিকার হতে পারে।

মির্জা আব্বাস বলেন, আমাদের গণসংযোগে অংশ নেয়া নেতা-কর্মীদের বিশেষ করে মহিলাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মিছিল কিংবা গণসংযোগে যোগ দিলে তাদের দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। কার বাসা কোথায় ঠিকানা চাওয়া হচ্ছে। আমরা গণসংযোগ চালাতেই পারছি না। আপনারা যেটুকু দেখছেন সেটা একান্তই নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা এবং সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতার কারণে হচ্ছে। আসলে নির্বাচনী কার্যক্রম যতটুকু করতে পারছি তার চেয়ে বেশি জিম্মি হয়ে রয়েছি আমরা। লেভেল প্লেইং তো দূরের কথা এটা নির্বাচনের পরিস্থিতিই নয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।