ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

সোনারগাঁওয়ে বিএনপিপ্রার্থীর প্রচারণায় হামলা, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
সোনারগাঁওয়ে বিএনপিপ্রার্থীর প্রচারণায় হামলা, আহত ১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রচারণায় স্থানীয় ছাত্রলীগ হামরা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেছে বিএনপি।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে জামপুর ইউনিয়নের মাঝেরচর ঈদগাহ এলাকায় বিএনপিপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের গণসংযোগের সময় হামলা হয়। হামলায় আহত বিএনপির নেতাকর্মীদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান গণসংযোগ করেন। মাঝেরচর এলাকায় গণসংযোগকালে মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকার সমর্থক ও ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে কাপড় বেঁধে আজহারুল ইসলাম মান্নানের নেতা-কর্মীদের ওপর লাঠিসোঁটা, হকিস্টিক, লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়।  

হামলায় বিএনপি নেতা ওসমান মেম্বার, ইয়ামিন মিয়া, যুবদল নেতা খোকন খাঁন, শান্ত খাঁন, ইয়াসিন, ছাত্রদল নেতা সানিসহ ১৫ জন নেতাকর্মী আহত হন।  

বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, সকাল থেকে জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলাম। মাঝেরচর ঈদগাহ এলাকায় মহাজোট প্রার্থী খোকার সমর্থক ছাত্রলীগের কয়েকজন মোটরসাইকেলে এসে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আমার ১৫ জন নেতাকর্মীকে আহত করে। নির্বাচনে ধানের শীষের পক্ষে মানুষের ঢল দেখে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে।  

তিনি আরো বলেন, প্রশাসন আমার সাথে বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের প্রচারণায় মহাজোট প্রার্থীর লোকজন হামলা করছে, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার তদন্তে সহকারী রিটার্নি কর্মকর্তা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম ও ওসি মোরশেদ আলম ঘটনাস্থলে গিয়েছেন। বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।