ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ফেনীতে বিএনপির তিন নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ফেনীতে বিএনপির তিন নেতা বহিষ্কার

ফেনী: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য ফেনী জেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ মজুমদার, জেলা বিএনপির সদস্য ভিপি হানিফ খান জয় ও মঈন উদ্দিন আনসারী।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হলো।

বিএনপির এ তিন নেতা সম্প্রতি আওয়ামী লীগের একটি জনসভায় উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।