ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

আবারও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
আবারও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো: ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কুমিল্লা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। এ ভোটাধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রশাসন এখন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে।

শনিবার (০৫ জানুয়ারি) সকালে নোয়াখালীর সুর্বণচরে গণধর্ষণের শিকার নারীকে দেখতে যাওয়ার পথে কুমিল্লার আলেখারচরে একটি হোটেলে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুলের সঙ্গে রয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

অন্যদের মধ্যে রয়েছেন শিরিন সুলতানা, রেহেনা আক্তার রানুসহ ঐক্যফ্রন্টের নেতারা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।