ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হয়’

সুনামগঞ্জ: ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হয়, সেই নির্বাচন ২৯ ডিসেম্বর সন্ধ্যার দিকে হয়েছে। এ নাটক করার জন্য সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ২ মাস আগে থেকে গায়েবি মামলা দেওয়া শুরু হয়েছে।’

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

মামলা, কারাবন্দি ও হামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মী এবং তাদের স্বজনদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে সুনামগঞ্জ জেলা বিএনপি।

জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচনের সময় যতো ঘনিয়ে এসেছে মামলার সংখ্যা ও গ্রেফতারের সংখ্যাও বেড়ে ছিল। গ্রেফতার করার একটাই উদ্দেশ্য ছিল নির্বাচনী মাঠে যেন কেউ না থাকতে পারে। তারা মাঠে একাই খেলেছে। দিবারাত্রির ক্রিকেট খেলার মতো হয়েছে এ নির্বাচন। রাতে তারা ব্যালট বাক্স ভরে রেখেছে আর দিনের বেলা নিজেদের মতো করে ফলাফল ঘোষণা করেছে। ’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘নির্বাচন এখন আর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হয় না। নির্বাচন এখন আগের দিন রাতে শুরু হয়ে পরের দিন বেলা ১১টার মধ্যে শেষ হয়। আবার দুপুর ২টার মধ্যে ভোট গণনা শেষ হয়। এখন আর ভোট গুনতেও হয় না, কারণ অন্য দলের পোলিং এজেন্ট থাকে না। আর থাকলেও জোর করে বের করে দেওয়া হয়। ’

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

এসময় জামিনে মুক্ত নেতাকর্মী, মামলায় আবদ্ধ নেতারা ও কারাবন্দি নেতাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।