ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেট জেলা বিএনপির নেতা বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
সিলেট জেলা বিএনপির নেতা বহিষ্কার মাজহারুল ইসলাম ডালিম/ ফাইল ফটো

সিলেট: সিলেট সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম ডালিমকে বহিষ্কার করেছে দলটি।

অবশ্য নির্বাচনে প্রার্থী হতে ২৭ ফেব্রুয়ারি (বুধবার) সিলেট জেলা বিএনপির উপদেষ্টাসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি নেন বিএনপির এই নেতা। অব্যাহতি নেওয়ার দু’দিন পরই দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ডালিমকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) মোতাবেক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ পদবী থেকে মাজহারুল ইসলাম ডালিমকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।