শুক্রবার (১৭ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ক্ষমতাসীন দল।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন ছিলো, সেটা মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। রাজনীতিতে জেল জুলুম থাকবে।
সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের নিয়ামক শক্তি। ঐক্যফ্রন্ট গঠন হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমতি সাপেক্ষে। সুতরাং ফ্রন্টে দলমত থাকবে, এটাই গণতন্ত্র।
তিনি বলেন, বর্তমান সরকার লুটপাটের সরকার, এরা এ দেশটাকে লুটেপুটে খাচ্ছে। এই দুর্নীতিবাজ সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল হতে হবে। তাহলেই খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ ছিলেন সত্য ও স্পষ্টবাদী লোক। যেসব বিশিষ্টজনের মেরুদণ্ড মাখন দিয়ে তৈরি, সেসব বুদ্ধিজীবীদের সংখ্যা এত বেশি, তারা সবাই শাসক দলের অনুগত, সেই ক্ষেত্রে একজন সত্য ও গণতন্ত্রকামী মাহফুজ উল্লাহ ছিলেন অনেক শক্তিশালী। অত্যাচারী মানুষের পক্ষে মাহফুজ উল্লাহ ছিলেন লাইট হাউস।
সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
টিএম/এমজেএফ