ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রংপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী রিটা রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
রংপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী রিটা রহমান

ঢাকা: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ২০দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ৫ অক্টোবর ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।     

এ আসন থেকে বিএনপির চারজনসহ মোট ৫ জন মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।     

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থীকে না দিয়ে জোটের নেত্রী রিটা রহমানকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।