ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। অবশেষে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তারা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা বেগম হাসনা, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনা বেগম ডলি ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন।

তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।