ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ঢাকা: বৈঠক চলছে বিএনপির স্থায়ী কমিটির। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করছেন বলে সূত্রে জানা গেছে।

এছাড়া বৈঠকে উপস্থিত আছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা, সংসদের চারটি আসনে উপ-নির্বাচনে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।

বৈঠকের পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকের ব্রিফ করবেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।