ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

দেশে ফিরে গেছেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
দেশে ফিরে গেছেন ওয়াহাব রিয়াজ ওয়াহাব রিয়াজ-ছবি: বাংলানিউজ

সোমবার (৩০ ডিসেম্বর) রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাটুনকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করে মাত্র ৮ রান খরচে নিয়েছিলেন ৫ উইকেট। তবে দলকে জিতিয়ে পারিবারিক কারণে দেশে ফিরে গেছেন এই বাঁহাতি পেসার।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসানউল্লাহ হাসান। তিনি বলেন, ‘পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াহাব আজ সকালে দেশে ফিরে গেছেন।

এরপর ১০ জানুয়ারির আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা আছে তার। সেমিফাইনালে উঠলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। ’

বিপিএল ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ডটি ওয়াহাব রিয়াজের দখলে। ২০১২ সালের বিপিএলে পাকিস্তানের মোহাম্মদ সামি ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন, যেটা বিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ